দু-একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলের মাঝে শিক্ষার্থীদের এই মরণব্যাধির সংক্রমণমুক্ত রাখতে গত মার্চ থেকেই বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় কয়েক দফা বাড়িয়ে এই ছুটি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

তবে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হবে কিনা তা শিক্ষা মন্ত্রণালয় দু’একদিনের মধ্যে জানাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।সোমবার (৯ নভেম্বর) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।এর আগে অনলাইনে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয় প্রান্ত থেকে অংশ নেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করেন।আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এর পরে কী সিদ্ধান্ত হবে- এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে আপনাদের। কাল-পরশু জানাবে।

You might also like