দেখার কী কেউ নেই?অবৈধ পার্কিংয়ে নগরে যানজট

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ পয়েন্টের চারদিকে যাওয়া ৪টি রাস্তায়-ই তীব্র যানজট। যানবাহনগুলোর দীর্ঘলাইনে আছে অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি। দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে নারী ও শিশুদের। তবে যানজটে আটকাপড়া মানুষের ক্ষোভ, রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা গাড়িগুলোর চালকদের উপর। দৃশ্যটি নগরির ব্যস্ততম জিন্দাবাজার পয়েন্টের, ৮ এপ্রিল শনিবার বিকেলের।আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে কয়েকদিন ধরে সিলেট নগরিতে মানুষের চলাচল বেড়েছে। ঈদ উৎসবকে সামনে রেখে কেনাকাটার জন্য বিপণি বিতানগুলোয় ভিড় বাড়ছে। বিভাগীয় শহর হওয়ায় পাশের জেলা ও উপজেলা থেকেও মানুষজন ঈদের কেনাকাটা করতে আসছেন। ফলে স্বাভাবিকভাবেই অন্য সময়ের তুলনায় যানজট বেড়েছে।

শনিবার বিকেলে নগরির ব্যস্ততম এলাকা জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, মদিনা মার্কেট, নাইওরপুল, সোবহানীঘাট, শিবগঞ্জ, লামাবাজার, কদমতলি, স্টেশন রোড এলাকা ঘুরে দেখা গেছে তীব্র যানজট। বিশেষ করে, জিন্দাবাজার, বন্দরবাজার ও সুরমা মার্কেট এলাকার ফুটপাত বেদখল এবং রাস্তায় অবৈধ পার্কিংয়ের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে।আর এই ফুটপাত বেদখল এবং রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে ট্রাফিক পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই। জিন্দাবাজারসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালনকালে তাদের পাশেই অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখা হয়। শুধু হাত তুলে পয়েন্টে গাড়ি আটকানো আর ছাড়ার মধ্যেই যেন তাদের দায়িত্ব পালন-এমনটাই মন্তব্য ক্ষুব্ধ নগরবাসীর। যদিও পুলিশ বলছে, অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে তারা নিয়মিত ব্যবস্থা নিয়ে থাকে।অপ্রশস্ত রাস্তাঘাট, যানবাহনের আধিক্য, ফুটপাত বেদখল এবং অধিকাংশ বিপণিবিতানে পার্কিং না থাকায় সিলেট নগরিতে বছরজুড়েই যানজটের দুর্ভোগ লেগে থাকে। তবে এখন ঈদের আগে কেনাকাটা সারতে নগরের পাশাপাশি বাইরের লোকজন আসায় যানজট বেড়েছে। কিছুদিন পর ঈদের কেনাকাটায় মানুষের ঢল নামবে, তখন যানজটে দুর্ভোগ মাত্রাতিরিক্ত অবস্থায় পৌঁছুবে বলে সচেতন নাগরিকরা আশঙ্কা করছেন।এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব শনিবার গণমাধ্যমকে বলেন, ঈদের কারণে নগরির যানজট কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ আপ্রাণ চেষ্টা করছে। রাস্তায় অবৈধ পার্কিং ঠেকাতে কাজ করছে পুলিশ।

You might also like