দেবর গ্রেফতারে ভাবির ঘরে পুলিশী অভিযানঃ হার্টঅ্যাটাকে বৃদ্ধার মৃত্যু

সত্যবাণী
সিলেট অফিসঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দেবরকে গ্রেফতার করতে ভাবির ঘরে অভিযান চালায় পুলিশ। কিন্তু গভীর রাতে পুলিশ দেখে ভয়ে হার্টঅ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন চাম্পা বেগম (৬৫) নামের সেই বয়েসী ভাবি।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোররাতে উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে  এ ঘটনা ঘটেছে।
চাম্পা বেগমের মেয়ে হাছনা বেগম, গ্রামের মুরব্বি শামসুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য শরফ উদ্দিনের সাথে আলাপ করে জুড়ী থেকে সংবাদদাতা জানান, সোমবার দিবাগত রাত ১২টার পর জুড়ী থানার এসআই ফরহাদের নেতৃত্বে একদল পুলিশ ওই মহিলার বাড়িতে যায় তাঁর দেবর মকবুল আলী বলাইকে গ্রেফতার করতে। মকবুল একটি মামলার আসামি। বাড়িতে গিয়ে মকবুলের ঘরে হানা না দিয়ে পুলিশ ভুল করে তার ভাই মৃত শুয়াইব আলীর দরজায় ডাকাডাকি শুরু করে। ওই ঘরে মৃত শুয়াইব আলীর স্ত্রী চাম্পা বেগম,তার ছেলের বউ ও ছোট ২ নাতি নিয়ে বসবাস করেন। পুলিশের ডাকাডাকি শুনে বৃদ্ধ চাম্পা বেগম দরজা খুলে পুলিশ দেখেই ভয়ে অসুস্থ হয়ে পড়েন এবং রাত ৩টার দিকে হার্টঅ্যাটাক করে মৃত্যুবরণ করেন।
তবে বিষয়টি অস্বীকার করেছেন জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন। তিনি গণমাধ্যমকে বলেন, ওই মহিলার সাথে পুলিশের দেখাই হয়নি। তিনি অসুস্থতায় মারা গেছেন।

You might also like