দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশবাসীকে রমজানের মোবারক ও ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (৪ মে) সকাল ১১টায় গণভবনে রংপুর বিভাগের আট জেলার সঙ্গে ভি‌ডিও কনফা‌রেন্সে যুক্ত হয়ে শুরুতেই এ শুভেচ্ছা জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে এবার একটু ভিন্নভাবে পালন হচ্ছে। কেন এভাবে পালিত হচ্ছে তা আপনারা সবাই জানেন। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে এসেছে।

শেখ হাসিনা বলেন,পবিত্র রমজান মাসে আপনারা আমার শহীদ বাবা-মা ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। এছাড়া আমি দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি।তিনি বলেন,আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করায় ভালো ফলাফল পাচ্ছি।বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।দেশে করোনাভাইরাস মহামারি শনাক্তের পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বিভিন্ন বিভাগের জেলাসমূহের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ রংপুর বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন।

You might also like