দেশবাসীকে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।বৃহস্পতিবার (১৩ মে) এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ইদ উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন।বঙ্গভবন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল সকাল ১০টায় বঙ্গভবন দরবার হলে ইদুল ফিতরের নামাজ আদায় করবেন। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে রাষ্ট্রপতির পরিবারের সদস্য ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সাথে ইদের নামাজে অংশগ্রহণ করবেন।তবে করোনা পরিস্থিতির কারণে এবার ইদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে না।