দেশের প্রাকৃতিক ও বনজ সম্পদ আরো বাড়াতে হবে:জেলা প্রশাসক
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে ‘সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট বনবিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, বন-জঙ্গল ধ্বংস না করে বনজ সম্পদ বাড়াতে হবে। তা হলেই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে। পরিবেশ বাঁচাতে বাড়ির আঙ্গিনায় ও চারপাশে বেশি করে গাছ লাগাতে হবে। একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, গাছের মধ্যে ফল ধরে এবং সেই ফল আমরা খেয়ে ভিটামিন পাই। সিলেট বনবিভাগের কর্মকর্তা তৌফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফারজানা রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন এবং সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শেখ সেলিম। সভায় সিলেট বনবিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।