দেশের শ্রমজীবী মানুষ ভালো নেই:খন্দকার মুক্তাদির
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আ’লীগের অপ-শাসনে দেশের শ্রমজীবী সাধারণ মানুষ কষ্টে আছে। নিত্যপণ্যের মূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বার বার তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষের ন্যায় শ্রমজীবীরাও ভলো নেই। সরকারের অব্যাহত লুটপাট, দূর্নীতি ও অর্থ পাচারের অপকর্মে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়ায় শ্রমজীবী মানুষরা তাদের শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন না। সবচেয়ে অবহেলিত আছেন দিন মজুরেরা। মেগা প্রকল্পের নামে সরকার দলীয় নেতাদের মেগা দূর্নীতির কারণে মধ্যবিত্তরা নিম্নবিত্ত শ্রেণীতে নামছে আর নিম্নবিত্তরা দারিদ্রসীমার নিচে চলে যাচ্ছে। আ’লীগ আর কিছুদিন ক্ষমতায় থাকলে দেশের মানুষকে বাঁচতে দেবে না। তাই শুধু বিএনপি’র নেতাকর্মীরা নয়, শ্রমজীবী মানুষ ও সর্বস্তরের জনগণকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।১ মে সোমবার দুপুরে নগরির আম্বরখানা পয়েন্টে জেলা ও নগর শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। র্যালিটি নগরির কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।জেলা শ্রমিক দল সভাপতি সুরমান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী জীবনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, নগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন নগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ।