দেশের সুনাম অর্জন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-শফিক চৌধুরী
সত্যবাণী
সিলেট অফিসঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করেছিলেন, তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মুচকি হাসি হেসেছিলেন। কিন্তু শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করে দেখিয়ে দিয়েছেন কিভাবে এই দেশকে ডিজিটাল করতে হয়। আজ দেশের প্রতিটি ব্যাংক, বীমা, ভূমি অফিসসহ সকল দফতরেই মানুষ ডিজিটাল সেবা পাচ্ছেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাবও করা হয়েছে। এখন খালেদা জিয়া আর মুচকি হাসি হাসেন না। তিনি হতবাক হয়ে ডিজিটাল বাংলাদেশ দেখছেন।
তিনি বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কৃষক-শ্রমিক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতার প্রয়োজন। দেশের সুনাম অর্জন করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানান, ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলরুমে ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে একথাগুলো বলেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক বিশ্বনাথ শাখার আয়োজনে এতে সভাপতিত্ব করেন সিলেটের আঞ্চলিক মুখ্য ব্যবস্থাপক শরীফ মোঃ তাহাওয়ার হোসাইন। কৃষি ব্যাংক ফেঞ্চুগঞ্জ শাখার ম্যানেজার হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: শওকত আলী খান।
সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন,কৃষি ব্যাংক ঢাকা প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, বিশ্বনাথের ইউএনও শাহিনা আক্তার, উপজেলা আ’লীগ সভাপতি শাহ আসাদুজ্জামান, গ্রাহক ছাদিকুর রহমান, ওমর খান ও সেলিনা খানম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি ব্যাংক সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক প্রবীর কুমার দাস।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কৃষি ব্যাংক বিশ্বনাথ শাখার ম্যানেজার মুস্তাফিজুর রহমান ও সিনিয়র অফিসার সৌরভ কান্তি দেব।