দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু একজন,শনাক্ত ৪৬

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ গত ২৪ ঘন্টায় দেশে করোনায় একজন মারা গেছেন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৬ জন।মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, দেশে ৪ হাজার ৬২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪৬ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৭ জন।আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ৯৬ শতাংশ। শনিবার করোনা শনাক্তের হার ছিল ১ দশমিক ৯৬ শতাংশ। আজ কমে হয়েছে ১ শতাংশ।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ২৪ হাজার ৬১৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৮২৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৫৪২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৩৭ শতাংশ।এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ২২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৯ জন। শনাক্তের হার দশমিক ৯২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৯৩ শতাংশ।

You might also like