দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২ ,শনাক্ত ৩৮

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ২ জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, আজ ৪ হাজার ১৩৯ জনের নমুনা পরীক্ষায় নতুন ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৫ জন। আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ৩৫ শতাংশ। রোববার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৮৫  শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৯২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৫১ হাজার ২১৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২০৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৩ হাজার ৯২২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৩ শতাংশ।এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৭০৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৯ জন। শনাক্তের হার দশমিক ৭৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭৪ শতাংশ।

You might also like