দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১,শনাক্ত ২৬ 

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, আজ ৩ হাজার ৯৪৩ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৪ জন।আজ করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ০২ শতাংশ। রোববার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৬৪ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৬৬ শতাংশ।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৭৩ হাজার ৬৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ।করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৯৫২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৭ শতাংশ।এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯ জন। শনাক্তের হার দশমিক ৫৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৬৬ শতাংশ।

You might also like