দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য,আক্রান্ত ১৯

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ  দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জনে। করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই অপরিবর্তিত রইলো।মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, সারা দেশের ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে পাঁচ হাজার ২০টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ২৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ২২১টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৪ হাজার ১২৩ জন।দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

You might also like