দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য,শনাক্ত ৪২১

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৪২১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।সোমবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫৬০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ২৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৩০৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৩৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫৯ হাজার ৩৭ জন।উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

You might also like