দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, শনাক্ত ৪৬৯২
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ওমিক্রন তাণ্ডবের পর সংক্রমণের ধীরগতিতে গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এবং মৃত্যু কমেছে।সোমবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (১৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৪ ফেব্রয়ারি সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন চার হাজার ৬৯২ জন। গতকাল (১৩ ফেব্রুয়ারি) অধিদফতর চার হাজার ৮৩৮ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন, গতকাল ২৮ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। আর এ সময়ে করোনার নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ, গতকাল শনাক্ত ১৪ দশমিক ৮৫ শতাংশ ছিল বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন শনাক্ত হওয়া চার হাজার ৬৯২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং মারা যাওয়া ১৯ জনকে নিয়ে মোট মারা গেলেন ২৮ হাজার ৮৩৮ জন।করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ২৩৭ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন সুস্থ হয়ে উঠলেন বলেও জানাচ্ছে অধিদফতর।