দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩ মৃত্যু,শনাক্ত ২১৫০

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে, পাশাপাশি সুস্থতা বেড়েছে।করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৩ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১১ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ২৪ জন। আজ ১৩ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ৬৯৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৫০ জন। আগের ২৪ ঘন্টায় ২৭ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ৫৮৪ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ৬ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৯ দশমিক ৩১ শতাংশ। আজ তা কমে হয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৪৬২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৭৬০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৪ জন। শনাক্তের হার ৯ দশমিক ১৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৯ দশমিক ৩৬ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। গতকাল এই জেলায় ১১ জন মারা গিয়েছিল।আজ ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন। সুস্থতার হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ০৮ শতাংশ।

You might also like