দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ ,আক্রান্ত ১৫১৬

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে। তবে সামান্য কমেছে শনাক্তের হার।বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫১৬ জন ও মৃত্যু হয়েছে ১০ জনের।

এদিকে মারা যাওয়া ১০ জনকে নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ছাড়িয়ে গেল।বুধবার (২৩ ফেব্রুয়ারি) অধিদফতর এক হাজার ২৯৮ জন শনাক্ত রোগী ও পাঁচজনের মৃত্যুর কথা জানিয়েছিল। বুধবার শনাক্তের হার ছিল পাঁচ দশমিক ৫৮ শতাংশ। আজ শনাক্তের হার পাঁচ দশমিক ৫৩ শতাংশ বলে জানিয়েছে অধিদফতর।অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া এক হাজার ৫১৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হলেন ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন, মারা যাওয়া ১০ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মারা গেছেন মোট ২৯ হাজার পাঁচজন।

 

You might also like