দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১০২ মৃত্যু, শনাক্ত ৪৬৯৮

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৫ হাজার ৭২৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন।বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৬৯৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০২ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৫ হাজার ৭২৯ জনের মৃত্যু হয়েছে।এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৮ হাজার ৩১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন।এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২১ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার ৫৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৪ লাখ ৮০ হাজার ৫২৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৯ কোটি ২২ লাখ ৫২ হাজার ১৯০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৫ হাজার ৭২৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন।

You might also like