দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১৮৭ মৃত্যু, শনাক্ত ৬৬৮৪

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৪ হাজার ১৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৮৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন।রবিবার (১৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৬৮৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৪ হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে।এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২০ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৮৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৩ লাখ ৭০ হাজার ৭৪৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৮ কোটি ৬১ লাখ ৬৫ হাজার ১৯৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৪ হাজার ১৭৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন।

You might also like