দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১৯৭ মৃত্যু, শনাক্ত ৮৪৬৫

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৩ হাজার ৮১০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৬৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন।শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৬৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৪৬৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের মৃত্যু হয়েছে। টানা ২০ দিন পর মৃত্যুর সংখ্যা ২শর নিচে নেমেছে। করোনায় এ পর্যন্ত ২৩ হাজার ৮১০ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২০ কোটি ৬৪ লাখ ২১ হাজার ১৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৩ লাখ ৫২ হাজার ১৩০ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৮ কোটি ৫২ লাখ ৪৫ হাজার ৬০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৩ হাজার ৮১০ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন।

You might also like