দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১ মৃত্যু,শনাক্ত ৫৫৭

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে করোনার নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে গত প্রায় ২ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে; এক দিনে সংক্রমণ ধরা পড়েছে আরও ৫৫৭ জনের মধ্যে।সর্বশেষ এর চেয়ে বেশি রোগী এক দিনে শনাক্ত হয়েছিল গত ১১ অক্টোবর, সেদিন ৫৯৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল।রবিবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৫৫৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনে।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩০ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।দেশে করোনার নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে গত প্রায় ২ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে; এক দিনে সংক্রমণ ধরা পড়েছে আরও ৫৫৭ জনের মধ্যে।

You might also like