দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, শনাক্ত ৩৯৭
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ দেশে আরও ৩৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। মোট শনাক্তের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জনে। আর মোট মৃত্যু ২৮ হাজার ৬২ জন।মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৩৮টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.১০ শতাংশ। উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া একজন নারী। তিনি ঢাকা মহানগরীর বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। মাঝখানে দুই দিন কেটেছে মৃত্যুহীন। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ। তবে গত জুলাই-আগস্ট মাসে দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত চরম আকার ধারণ করলেও সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করেছে।এখন দেশে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বৈশ্বিক এই মহামারি। তবে করোনার নতুন ধরন ওমিক্রন ইতিমধ্যে তিনজনের শরীরে শনাক্ত হয়েছে। এটি নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।