দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৬৯ মৃত্যু,শনাক্ত ৬০২৮
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬৯ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬,০২৮ জন।মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে এসব জানা গেছে।এর আগে গত ১২ এপ্রিল দেশে একদিনে করোনায় সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়। যা দেশে একদিনে করোনায় মৃত্যু নতুন রেকর্ড। আর গত ৭ এপ্রিল দেশে একদিনে করোনায় সাত হাজার ৬২৬ জন শনাক্ত হয়। যা দেশে করোনায় একদিনে শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আর গত ৬ এপ্রিল একদিনে শনাক্ত হয়েছিল সাত হাজার ২১৩ জন।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো চার হাজার ৮৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।