দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪০, শনাক্ত ১৭০৫

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭০৫ জন।সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৯ জনে। আর মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৩ লাখ ৫০ হাজার ৬২১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ২ হাজার ১৫২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। ফলে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা তিন লাখ পেরিয়ে যায় ২৬ অগাস্ট। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৭ সেপ্টেম্বর সেই সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

এদিকে মহামারি এ ভাইরাসে বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে; মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ৯ লাখ ৬০ হাজার।জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ১৫তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৯টি ল্যাবে ১৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৩২৩টি নমুনা।২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।

You might also like