দেশ ও জাতির স্বার্থে সকলকে একসাথে কাজ করতে হবে-হুছাম উদ্দিন এমপি

সিলেট অফিস 
সত্যবাণী
মহান জাতীয় সংসদে ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি, মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী এমপি বলেছেন, সমাজ-দেশ ও জাতির স্বার্থে আমাদেরকে এক সাথে কাজ করতে হবে। আমরা চাই দেশ উন্নত হোক। দেশ ও জাতির উন্নয়নে আমাদের দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে। সমাজে অন্যায়, অবিচার, অনাচার বেড়ে গেছে। এসব থেকে সমাজকে রক্ষা করতে আল ইসলাহ ও তালামীযসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। বিশ্ব থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে, ভালো মানুষেরা সাহস হারিয়ে ফেলছে। ভালো জিনিষ শিখার চেষ্টা করতে হবে, মন্দকে বর্জন করতে হবে। ভালো মানুষরা এগিয়ে না এলে সমাজ আলোকিত হবে না।
১৫ এপ্রিল সোমবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, উপজেলা শাখার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুস শহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সিরাজ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি ও টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক, সমাজকল্যাণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রাহমান আখই, কমলগঞ্জ উপজেলা সম্পাদক আব্দুল ওহাব, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব রুবেল আহমদ, উপজেলা আল ইসলাহর সহ-সভাপতি হাফিজ বদরুল ইসলাম, হাফিজ আনফর আলী, হাফিজ আব্দুল ওয়াহিদ, উপজেলা তালামীযের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক সামাদ পারভেজ, উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক কাজী ময়নুল ইসলাম, জুড়ী শহর আল ইসলাহর সভাপতি আয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক এমএ মকসুদ জুনেদ প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, গোয়ালবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন প্রমুখ।

You might also like