দৈনিক হাওরাঞ্চলের কথা’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে দৈনিক হাওরাঞ্চলের কথা’ পরিবারের উদ্যোগে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসএ টিভি’র জেলা প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার আবু হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. চান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, কুয়েত আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চুন্নু দেবানাথ, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, জেলা আসকের সভাপতি ফজলুল হক ও হিলিপ প্রকল্পের জেলা সমন্বয়কারী মিজানুর রহমান খান প্রমুখ।

আরও বক্তব্য রাখেন সম্পাদক পুত্র মাহবুব তালুকদার, স্টাফ রিপোর্টার শামীম আহমদ তালুকদার, স্টাফ রিপোর্টার এমএ মোতালিব ভুইয়া, এমএম রেজা পহেল, পীর জুবায়ের, বার্তা সম্পাদক আলাউর রহমান, শিক্ষক নেতা রুহুল আমিন, এড. রজত কান্তি সরকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, স্টাফ রিপোর্টার (জগন্নাথপুর) আলী আজগর ইমন, স্টাফ রিপোর্টার (দক্ষিন সুনামগঞ্জ) ছায়াদ হোসেন সবুজ, তাহিরপুর প্রতিনিধি আবুল কাশেম, স্টাফ রিপোর্টার (জামালগঞ্জ) তৌহিদ চৌধুরী প্রদীপ, বিশ্বম্ভরপুর প্রতিনিধি মাহফুজ আহমদ, স্টাফ রিপোর্টার মিজানুর রহমান রুমান, বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারন সম্পাদক নোমান হাসান খান, জাতীয় যুব শ্রমিকলীগের সদর উপজেলা সভাপতি তৈয়বুর রহমান রাজ, বিশিষ্ঠ সমাজকর্মী এম তাজুল ইসলাম তারেক, সম্পাদকের সহধর্মীনি ডা: সানজিদা খানমু প্রমুখ।বক্তারা বলেন, দৈনিক হাওরাঞ্চলের কথা’ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আপসহীন শ্লোগান নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। হাওরাঞ্চলের নির্যাতিত ও বঞ্চিত মানুষের মুখপত্র হিসেবে দৈনিক হাওরাঞ্চলের কথা এগিয়ে যাক। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক হাওরাঞ্চলের কথা’র স্টাফ,উপজেলা প্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীরা।

You might also like