দোয়ারাবাজারে আগুন ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরের মধ্যবাজারে ৩টি দোকান ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। দূর্ঘটনার শিকার ব্যবসায়ীরা বলেছেন, আগুনে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।দোয়ারাবাজার থেকে সংবাদদাতা জানান, ১০ জুন শনিবার রাত প্রায় পৌনে ১১ টার দিকে উপজেলা সদরের মধ্যবাজারে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিস কর্মীদের ২ ঘন্টার অবিরত প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে।স্থানীয়রা জানান, দোয়ারাবাজার মধ্যবাজারের ব্যবসায়ী আছকর মিয়ার হার্ডওয়্যার দোকানঘরের পিছনের গুদামে আগুনের সুত্রপাত হয়। এ সময় বাজারে থাকা লোকজন চারদিকে ছুটোছুটি করতে থাকে।কিন্তু অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে যায়। এ সময় আসকর মিয়ার দোকানের পশ্চিম পাশের ব্যবসায়ী মড়ল রায়ের কাপড়ের দোকানঘর এবং পূর্ব পাশে ব্যবসায়ী শহিদ মিয়ার বীজের দোকান আগুনে পুড়ে যায়।ঘটনার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও আরিফ মোর্শেদ মিশু, থানার ওসি দেবদুলাল ধরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।ওসি দেবদুলাল ধর বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণ, ফায়ার সার্ভিস ও পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুণের সূত্রপাত হয়েছে, এখনো তা জানা যায়নি।

You might also like