দোয়ারাবাজারে শাশুড়বাড়ী থেকে চুরি যাওয়া ৪টি গরু উদ্ধার

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাইজখলা গ্রাম থেকে ছাতকের হতদরিদ্র কৃষকের চুরি যাওয়া ৪ টি গরু উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা মাইজখলা গ্রাম থেকে গরুগুলো উদ্ধার করেন।এ সময় দোয়ারাবাজর উপজেলার মাইজখলা গ্রামের তোতা মিয়ার ছেলে সেলিম আহমদকে না পেয়ে তার শাশুড়ি ও স্ত্রীর ভাইয়ের বউকে গরুর সাথে নিয়ে আসেন স্থানীয়রা। পরে নোয়ারাই ইউপি চেয়ারম্যানের কাছে চুরের শাশুড়ি ও স্ত্রীর ভাইয়ের বউকে হস্তান্তর করা হয়।

জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের হতদরিদ্র কুষক মো. দিলোয়ার হোসেনের ৪ টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। চুরি যাওয়া গরুর মধ্যে ২টি গাভী ১টি ষাড় ১টি ছোট বাচ্চা ছিল। যার আনুমানিক বাজার মুল্য দেড় লাখ থেকে দুই লাখ টাকা। এর পর হতদরিদ্র কৃষক গরুর সন্ধ্যান করতে থাকেন। একপর্যায়ে নিশ্চিত হন দোয়ারাবাজার উপজেলার মাইজখলা গ্রামের তোতা মিয়ার ছেলে সেলিম আহমদের শাশুড় বাড়ীতে গরুগুলো রাাখা হয়েছে। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে গরু উদ্ধার করা হয়।হতদরিদ্র কৃষক মো. দিলোয়ার হোসেন জানান, এলাকাবাসীর সহযোগীতায় অনেক কষ্টে গরুগুলো উদ্ধার করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে একটা তারিখ করা হয়েছে নির্বাচন পরে চুর ও চুরির সাথে সংশ্লিষ্ট সকলকে হাজির করা হবে।এ বিষয়ে জানতে সেলিম আহমদের শাশুড়ির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাখি দেউ, মোবাইল যার তাইন ইকান নায়।নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজার মুঠোফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।

You might also like