দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ আগামী ২৭ জানুয়ারী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ-নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারনা ততোই বেড়ে চলেছে। কনকনে শীত উপেক্ষা করে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচিত হলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সকল ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের পক্ষে আনার কাজ চলছে  মঙ্গলবার বিকেলে আওয়ামীলীগ ঘরানার স্বতন্ত্র প্রার্থী(কাপ পিরিচ) প্রতিকের চেয়ারম্যান প্রার্থী দেওয়ান আল তানভীন আশরাফ চৌধুরী কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের আমবাড়ি বাজারসহ আশাপাশে এ গণসংযোগও লিফলেট বিতরন করেন। এ সময় তার সাথে সাবেক ইউপি সদস্য যুবরাজ,ছাত্রলীগ নেতা মো. রফিক মিয়া,শহীদ মিয়া ও হযরত আলীসহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এই উপ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থীসহ ৪ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৯ হাজার।উল্লেখ্য গত ৩০ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

You might also like