দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঃ আ’লীগের প্রার্থী চূড়ান্ত ২৩ নভেম্বর থেকে
নিউজ ডেক্স
সত্যবাণীঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আ’লীগ। আগামী ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় সভা শুরু হবে। চলবে টানা কয়েকদিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় ৩শ’ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে।
২১ নভেম্বর মঙ্গলবার আ’লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এই তথ্য জানান।
ঢাকা জেলা আ’লীগের তেজগাঁওস্থ কার্যালয়ে এই সভা হবে বলে জানা গেছে। সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।
এই সময়ের আগেই মনোনয়ন প্রত্যাশীদের দলীয় ফরম সংগ্রহ করতে হবে। এরপর যাচাই-বাছাই শেষে দলের পক্ষ থেকে প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে।
তফসিল ঘোষণার পর গত ১৮ নভেম্বর শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আ’লীগ। ৩শ’ আসনে প্রার্থীতার জন্য প্রথম ৩দিন শেষে সোমবার পর্যন্ত আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ২,৯৯৫টি। এ থেকে দলটির আয় হয়েছে সাড়ে ১৫কোটি টাকা।