দ্বাদশ সংসদ নির্বাচনঃ এসএমপি কমিশনারকে প্রত্যাহারের নির্দেশ

নিউজ ডেস্ক
সত্যবাণীঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন যেন পক্ষপাতমূলক আচরণ না করতে পারে সেই লক্ষ্যে ইউএনও, ওসি’র পর এবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো: ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএমকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাঁর স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলা হয়েছে।
১০ ডিসেম্বর রোববার সকালে ইসির উপ-সচিব মো. মিজানুর রহমানের সই করা এ সংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবরে পাঠানো হয়েছে।
একই নির্দেশে এসএমপি কমিশনার ছাড়াও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ৫ জেলার এসপিকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি একজন জেলা প্রশাসক ও ৩ থানার ওসি প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে সংস্থাটি।
চিঠিতে বরিশাল এবং সিলেটের ২ পুলিশ কমিশনারসহ হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের এসপিকে প্রত্যাহার করার নির্দেশনা দেয়া হয়।
এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং মানিকগঞ্জ সদর, সিংগাইর ও শ্রীপুর থানার ওসিকেও প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে ইসি।

You might also like