দ্বাদশ সংসদ নির্বাচনঃ সুনামগঞ্জের ৫টি আসনে বিজয়ী হলেন যারা

সত্যবাণী
সিলেট অফিসঃ সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ৪টিতে আ’লীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ থেকে সংবাদদাতা জানান, প্রার্থীদের এজেন্ট ও স্থানীয় পর্যায়ে তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ১ আসনে আ’লীগের প্রার্থী, সাবেক ছাত্রনেতা রঞ্জিত চন্দ্র সরকার ১ লাখ ৯৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন কেটলী প্রতীকে ৪৯ হাজার ৯৪১ ভোট এবং ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ ৪৩ হাজার ৭১০ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ-২ আসনে কাঁচি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবং বর্তমান এমপি জয়া সেনগুপ্তা। তিনি পেয়েছেন ৮০ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, আ’লীগের নৌকার প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ নৌকা প্রতীকে ৫৪ হাজার ৯৪১ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ-৩ আসনে ১ লাখ ২৬ হাজার ৯৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন পরিকল্পনামন্ত্রী ও বর্তমান এমপি এমএ মান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপি’র প্রার্থী এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী পেয়েছেন মাত্র ৪ হাজার ভোট।
সুনামগঞ্জ-৪ আসনে আ’লীগের প্রার্থী ড. মোহাম্মদ সাদিক ৯০ হাজার ৫৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী বর্তমান এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ পেয়েছেন ৩১ হাজার ৭২১ ভোট।
সুনামগঞ্জ-৫ আসনে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী, বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক স্বতন্ত্র প্রার্থী শামীম চৌধুরীর চেয়ে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর আসনের ভোট গণনা চলছিল।

You might also like