দ্বাদশ সংসদ নির্বাচনঃ হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন এমপি

সত্যবাণী
সিলেট অফিসঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন।
অ্যাজেন্টদের কাছ থেকে পাওয়া ফলাফল অনুযায়ী মাধবপুর থেকে সংবাদদাতা জানান, ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট। তাঁর প্রতিদ্বন্ধী আ’লীগের প্রার্থী, টানা দু’বারের এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী পেয়েছেন মাত্র ৪৭ হাজার ভোট।

You might also like