দ্রুত ও ফ্রি এইচআইভি এবং এসটিআই টেস্ট

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ আপনি কী জানেন,কোনরূপ উপসর্গ ছাড়াই আপনার এসটিআই অর্থাৎ যৌন সংক্রমণ হতে পারে?টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউনের কারণে আপনি দীর্ঘ দিন ধরে চেক না-ও করে থাকতে পারেন – অথচ এসটিআই এ সংক্রমিত অসংখ্য লোকের মধ্যে কোনরূপ সিম্পটম বা লক্ষণ থাকে না। তাই আপনি সুস্থ বোধ করলেও এটি পরীক্ষা করা ভালো।যদি এসটিআই বা যৌন সংক্রমণ গুলোর চিকিৎসা করা না হয়, তাহলে তা আপনার স্বাস্থের ওপর প্রভাব ফেলবে। যদি আপনি মনে করেন যে আপনার এসটিআই থাকতে পারে, তাহলে যত আগে পরীক্ষা করবে, প্রয়োজনে ততই দ্রুত চিকিৎসা দেয়া যেতে পারে।চেক বা পরীক্ষা করাটা খুবই সহজ এবং ফ্রি। চলতি সপ্তাহে পজিটিভ ইস্ট এর পক্ষ থেকে ফ্রি এবং কনফিডেন্সিয়ালি (গোপনীয়তা রক্ষা করে) পূর্ব লন্ডনের বিভিন্ন লোকেশনে এপয়েন্টমেন্ট ভিত্তিক এইচআইভি/এসটিআই টেস্ট বা পরীক্ষার সুযোগ দিচ্ছে।এ ব্যাপারে আরো জানতে এবং এপয়েন্টমেন্ট বুক করতে আগ্রহীরা পজিটিভ ইস্ট এর ওয়েবসাইট www.positiveeast.org.uk/hivtest ভিজিট করুন।

You might also like