ধাওয়া খেয়ে হাওয়া হয়ে গেলেন সিলেটের কোটাবিরোধী আন্দোলনকারীরা

সিলেট অফিস 
সত্যবাণী
ধাওয়া খেয়ে হাওয়া হয়ে গেছেন সিলেটে কোটা বিরোধী আন্দোলনকারীরা। ১৬ জুলাই মঙ্গলবার বিকেল ৪টার দিকে সিলেট জেলা ও নগর আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের ধাওয়া খেয়ে তারা রাজপথ ছেড়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির অবস্থান কর্মসূচি ছিল সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে। দুপুরের পর তাদের কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচি চলাকালে সিলেট নগরির কামরান চত্বরে সমাবেশ করছে কোটাবিরোধী আন্দোলনকারীরা।
বিকেল পৌণে ৪টার দিকে জেলা ও নগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ শহীদ মিনার ছেড়ে রাজপথে নেমে আসেন। বিক্ষোভ মিছিল সহকারে তারা কোর্টপয়েন্ট অভিমুখে এগিয়ে আসতে থাকেন। এরপর সিটি পয়েন্টের দিকে তারা অগ্রসর হন। কোটাবিরোধী আন্দোলনকারীদের সাথে তারা মুখোমুখী হলে একপর্যায়ে তারা আন্দোলনকারীদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে কোটাবিরোধী আন্দোলনকারীরা দিকবিদিগ ছুটাছুটি করতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারীরা রাজপথ ত্যাগ করে সটকে পড়েন।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরবর্তীতে আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

You might also like