নগরিতে ছড়া-রাস্তায় ময়লা-আবর্জনার স্তুপ দেখার কেউ নেই!

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ মহানগরির খাল-নালা-ছড়াসহ বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনার স্তুপ পড়ে রয়েছে। এতে উৎকট দুর্গন্ধ সৃষ্টি হয়ে ভোগান্তির শিকার হচ্ছেন মানুষজন।
শুধু ছড়া বা রাস্তাঘাটের পাশ নয়, ময়লা-আবর্জনার ভাগাড় রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশেও। ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ক্লাসরুমেও। এ অবস্থায় ক্লাসের শিক্ষক-শিক্ষার্থীরা রয়েছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।এমন সমস্যার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরেছেন নগরির জিন্দাবাজারস্থ সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক আবু ইউসুফ মো. সাহিদ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন ‘সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং জেলা প্রশাসক অফিসের মধ্য দিয়ে প্রবাহিত ছড়ায় আবর্জনার স্তুপ জমে আছে। জমে থাকা বিশাল ময়লার ভাগাড় বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধের কারণে শ্রেণীকক্ষে পাঠদান কষ্টকর হচ্ছে। মাঝে-মধ্যে মনে হয় ভেতর থেকে নাড়ীভুঁড়ি বেরিয়ে আসবে। এ রকম অসহ্য পরিস্থিতি থেকে কীভাবে পরিত্রাণ পাবো, আমার জানা নেই।

গণমাধ্যমকে তিনি বলেন ‘গত ১০ বছর থেকে আমি সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছি। কখনো সিটি কর্পোরেশনের কাউকে ছড়া পরিষ্কার করতে দেখিনি। এসব বিষয়ে সংশ্লিষ্টদের ভাবা উচিত। আমরা শিক্ষক-শিক্ষার্থীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি। এসব ময়লার ভাগাড় দ্রুত পরিষ্কার করা উচিত।শুধু এ জায়গা নয়, ময়লা-আবর্জনার ভাগাড় আছে সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকায়। বর্ধিত অংশের দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার ইক্বরা কিন্ডার গার্ডেন স্কুল, বাবুস সালাম মসজিদ ও মাদ্রাসার পাশে রয়েছে বেশ কয়েকটা ময়লা-আবর্জনার ভাগাড়। এ কারণে ওই সড়ক দিয়ে যাতায়াতকারীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। নানা রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকার বাসিন্দারা রয়েছেন স্বাস্থ্যঝুঁকিতে।স্থানীয়রা জানান, যে স্থানগুলোতে ময়লা-আবর্জনার স্তুপ রয়েছে, সেখানে পানিও জমে থাকে। ফলে ‘এডিস মশার লার্ভা’ থাকার আশঙ্কাও রয়েছে। একাধিকবার সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের এসব স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করার কথা বললেও কাজ হয়নি।

এ বিষয়ে ইক্বরা কিন্ডার গার্টেন স্কুল ও কলেজের স্টাফ হোসনা বেগম গণমাধ্যমকে বলেন, রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যা হয়। ময়লার দুর্গন্ধে এ সড়ক দিয়ে চলাচল করা দায়। এসব ময়লা-আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব কে নেবে? সিটি কর্পোরেশনকে একাধিকবার বিষয়টি জানালেও তারা কোনো পদক্ষেপ নেননি। স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিশু-কিশোররা স্কুল, মাদ্রাসা বা মসজিদে যায়। এলাকার লোকজনের কথা চিন্তা করে এবং মানুষের স্বাস্থ্যসুরক্ষায় দ্রুত এসব ময়লা পরিষ্কার করার আহ্বান হোসনা বেগম।
বঙ্গবীর রোডের লাউয়াইস্থ সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে রয়েছে সিটি কর্পোরেশনের নির্ধারিত একটি ডাস্টবিন। নিয়মিত পরিচ্ছন্নও করা হয়। কিন্তু অনেক এলাকার লোকজন যাওয়া-আসার পথে নিজেদের বাড়িতে নিয়ে আসা ময়লার প্যাকেট গাড়ি বা মটর সাইকেল ছুঁড়ে দেন। এতে করে ময়লার প্যাকেটগুলো ডাস্টবিনে না পড়ে সড়কের যত্রতত্র পড়ে গিয়ে বিশ্রি অবস্থার সৃষ্টি হয়। লাউয়াই এলাকার বাসিন্দা সাবিহা মাহমুদ লীনা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ রকমের অপরিণামদর্শী কাজের ফলে পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী আর যানবাহনের যাত্রীদের নাকে রুমাল চেপে যাতায়াত করতে হয়। শুধু তাই নয়,এতে করে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন রাজপথে চলাচলকারী সাধারণ মানুষ।’এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা ও পরিচ্ছন্ন কর্মকর্তা হানিফুর রহমান বলেন ‘এসব বিষয় আমাদের জানা ছিলো না। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং দ্রুত পদক্ষেপ নিচ্ছি।’

You might also like