নগর বিএনপির কাউন্সিল: নির্বাচন কমিশনের সাথে আইনজীবী ফোরামের মতবিনিময়

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট নগর বিএনপি’র কাউন্সিল ও নির্বাচন সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ রোববার বিকেলে আইনজীবী সমিতির ৩ নং বার হলে এই সভা অনুষ্ঠিত হয়।প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর বিএনপি’র কাউন্সিলে নির্বাচন কমিশনার এডভোকেট আতিকুর রহমান সাবু, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী ও জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ।

সভায় নির্বাচন কমিশনাররা জানান. নগর বিএনপি’র কাউন্সিলে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা প্রদানকারী প্রার্থীদের বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মিফতাহ্ সিদ্দিকী ও নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী ও ফরহাদ চৌধুরী শামীম, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ শফি সায়ীদ সাহেদ, মোস্তফা কামাল ফরহাদ, রেজাউল করিম নাচন, সৈয়দ সাফেক মাহবুব প্রতিদ্বন্ধিতা করছেন। সভায় অনুষ্ঠিতব্য কাউন্সিল ও নির্বাচন কাজে সহযোগিতা ও পরিচালনার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। উল্লেখ্য,নগর বিএনপি’র কাউন্সিল ও নির্বাচন আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে।মতবিনিময় সভায় আইনজীবী ফোরাম নেতাদের মধ্যে অংশ নেন জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সেলিম, আনোয়ার হোসেন, জেলা যুবদল সভাপতি মোমিনুল ইসলাম মোমিন, জোহরা জেসমিন, ইকবাল হোসেন, মোঃ শাহরিয়ার উজ্জামান, লিয়াকত আলী, মোঃ খালেদ জুবায়ের, মুহাম্মদ নাজমুল হোসাইন, ওবায়দুর রহমান ফাহমি, আব্দুল্লাহ আল মামুন হীরা, মোহাম্মদ মির্জা হোসাইন, মোঃ আব্দুল্লাহ আল হেলাল, মোঃ ছমির উদ্দিন প্রমুখ।

You might also like