নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন মন্ত্রিসভার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ মন্ত্রিসভা আজ এক বিশেষ বৈঠকে ২০২২-২৩ অর্থ বছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন’ শীর্ষক এবারের বাজেটে মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত অর্থনীতির পুন:রুদ্ধারের আশা করা হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন।বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফ কামাল, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।কামাল আজ জাতীয় সংসদে প্রতিকূল আন্তর্জাতিক অর্থনীতি পরিস্থিতির প্রেক্ষাপটে মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরার প্রধান চ্যালেঞ্জের কথা মাথায় রেখে ২০২৩ অর্থ বছরের জন্য ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট পেশ করেন।২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের এটি হচ্ছে চতুর্থ বাজেট।এছাড়া, ১৯৭১ সালে স্বাধীনতার পর এটি হবে দেশের ৫১তম এবং পাঁচ মেয়াদে আওয়ামী লীগ সরকারের ২৩তম বাজেট।

You might also like