নতুন কাউন্সিল ভবন নির্মাণে অনন্য মাইলফলক অর্জন

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ বেথনাল গ্রীণে নির্মাণাধীন ৫৩টি নতুন কাউন্সিলর হোম নির্মান প্রকল্প গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে।২০ জুলাই সকালে বার্নসলি স্ট্রিটে নির্মাণাধীন এই ভবনের অবকাঠামোর সর্বোচ্চ পয়েন্ট বা চূড়ার নির্মাণ কাজ সম্পন্ন হয়।ভবনের সর্বোচ্চ কাঠামোগত পয়েন্ট বা চূড়ার কাজ সম্পন্ন করাকে উদযাপন করতে ঐদিন আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস।গোটা বারা জুড়ে ২০০০ নতুন কাউন্সিল মালিকানাধীন ঘর নির্মাণে মেয়রের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই বাড়ি-ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পের মধ্যে ঘর ছাড়াও কমিউনিটি সুবিধাদিও রয়েছে, যার নির্মান কাজ গত বছর সম্পন্ন হয়। এছাড়া স্থানীয় কমিউনিটির জন্য ল্যান্ডস্কেপিংকে উন্নত করার পাশাপাশি নতুন প্লে এরিয়া নির্মাণ করা হচ্ছে।এই প্রকল্পে তিনটি পৃথক ব্লকে মোট ৫৩ টি ১, ২ ও ৩ বেডরুমের ফ্ল্যাট রয়েছে। ভাড়া প্রদান যেখানে সামর্থ্যরে বাইরে ও চ্যালেঞ্জিং সেখানে পরিবাগুলো যাতে বারায় বসবাস করতে সক্ষম হয়, সেজন্য এই ঘরগুলোর শতভাগই হচ্ছে সাশ্রয়ী মূল্যে সোশ্যাল রেন্ট এর জন্য।

টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এ প্রসঙ্গে বলেন, বার্নসলে স্ট্রিটের এই উন্নয়ন প্রকল্প টপিং আউট অর্থাৎ অবকাঠামোর চূড়ান্ত পয়েন্টের নির্মাণ কাজ সম্পন্ন করার অর্থ হলো প্রকল্পটি তার মূল মাইলফলক অর্জন করেছে। এর মধ্য দিয়ে ২০০০ কাউন্সিল হোম নির্মানে আমাদের প্রতিশ্রুতি অর্জনে আমরা যে এগিয়ে যাচ্ছি, এটি হচ্ছে তারই প্রমাণ।তিনি বলেন, এই এলাকার পরিবারগুলো অতিপ্রয়োজনীয় আবাসন নিশ্চিত করবে এই প্রকল্প এবং আমি পুরো বিল্ডিংয়ের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার দিকে তাকিয়ে আছি।কেবিনেট মেম্বার ফর হাউজিং, কাউন্সিলর ড্যানি হ্যাসল বলেন, এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে এটি আমাদের স্থানীয় কমিউনিটির জন্য প্রাণবন্ত পারিপার্শ্বিকতা এবং কমিউনিটি সুবিধাদি উপভোগের সুযোগ করে দেবে।প্রকল্পের প্রথম পর্যায়ে কলিংউড টেনেন্ট এন্ড রেসিডেন্টস এসোসিয়েশনের ব্যবস্থাপনাধীন নতুন কমিউনিটি সেন্টার এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। বর্তমান ও নতুন বাসিন্দারা এখানে সভা করা সহ নানান সুবিধা ভোগ করতে পারছেন।পুরো প্রকল্পের নির্মান কাজ আগামী ২০২৩ সালে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

You might also like