নতুন সরকারের মন্ত্রীসভায় স্থান হলো না সিলেটি ৪ হেভিওয়েট মন্ত্রীর
সত্যবাণী
সিলেট অফিসঃ প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে। তাদের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী। আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। ১০ জানুয়ারি বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সংবাদ সম্মেলন করে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেয়ার কথা মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় পাবেন, তা জানা যাবে দপ্তর বণ্টনের পর।
তবে, আ’লীগের সদ্যবিদায়ী সরকারের ৪জন সিলেটি হেভিওয়েট মন্ত্রী নতুন সরকারের মন্ত্রীসভায় স্থান পেলেন না। এঁরা হচ্ছেন সিলেট-১ আসনের এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, মৌলভীবাজার-১ আসনের এমপি, সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, সিলেট-৪ আসনের এমপি,সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ এবং সুনামগঞ্জ-৩ আসনের এমপি,পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তাঁদেরকে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য ডাকা হয়নি।
অপর দিকে নতুন সরকারে সিলেট থেকে মন্ত্রী হতে যাচ্ছেন মৌলভীবাজার-৪ আসনের এমপি অধ্যাপক ড. আব্দুস শহীদ ও প্রতিমন্ত্রী সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী এবং টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে ডা. সামন্ত লাল সেন। উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের কৃতীসন্তান।