নবীগঞ্জের কৃতিসন্তান কেমডেনের সাবেক মেয়র ওমর ফারুক আনসারী আর নেই

মতিয়ার চৌধুরী
সত্যবাণী

লন্ডনঃ নাফেরার দেশে চলে গেলেন নবীগঞ্জের কৃতিসন্তান কেমডেনের সাবেক মেয়র ও যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ এ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ওমর ফারুক আনসারী (ইন্না… লিল্লাহি..রাজিউন)।গেল ১৫ই সেপ্টেম্বর লন্ডন সময় ভোর পাঁচ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি হ্যামষ্টেডের র‌্যয়াল ফ্রি হাসপাতালে মৃত্যু বরন করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।তিনি দীর্ঘ দিন যবিত কিডনী ও হ্যার্টের সমস্যায় ভোগছিলেন।

মৃত্যুকালে তিনি চার পুত্র ও এক কন্যা, তিন ভাই, দুই বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল ১৭ই সেপ্টেম্বর বাদ জোহর ইষ্টলন্ডনের ব্রিকলেন জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে হ্যাইনান্টের পিস অব গার্ডেন মুসলিম সিমিট্রিতে সমাহিত করা হবে। মরহুম ওমর ফারুক আনসারীর দেশের বাড়ী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবাপাড়া ইউনিয়নের আনগাঁও গ্রামে। তিনি ১৯৬৭ সালে ব্রিটেনে আগমন করেন। ব্রিটেনের মূলধারার রাজনীতির পাশাপাশি একাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের চাচাত ভাই বজলুর রশিদ সেলিম সকলের দোয়া চেয়েছেন। ওমর ফারুক আনসারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহমুদ এ রউফ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী, সেক্রেটারী সাংবাদিক গোলাম কিবরিয়া, ইনাতগঞ্জ-দীগলবাগ গণদাবী পরিষদের প্রেসিডেন্ট দেলওয়ার হোসেন দিপু, আসাবুর রহমান জীবন, কমিউনিটি নেতা শামীম চৌধুরী, হেলাল চৌধুরী, আব্দুল হালিম চৌধুরী সহ অনেকে। শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

You might also like