নবীগঞ্জে সুরঞ্জন দাশ ও তাঁর সহধর্মিণী’র সম্মানে উপজেলা পরিষদে খোলা হয়েছে শোক বই

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা, কীর্তিনারায়ণ কলেজের প্রতিষ্ঠাতা, দৈনিক মাতৃভূমি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং নবীগঞ্জ তথা হবিগঞ্জের কৃতিসন্তান মেজর (অব.) সুরঞ্জন দাশ ও তাঁর সহধর্মিণী সুপর্না দাশের আকষ্মিক মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা পরিষদে শোক বই খোলা হয়েছে। এ সময় বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাশ ও তাঁর স্ত্রীর আতœার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সকলে কালো ব্যাজ ধারণ করেন।সোমবার বিকেলে উপজেলা পরিষদের শোক বইয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, করগাও ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, বীর মুক্তিযোদ্ধা বিজয় ভূষন রায়, জালাল সিদ্দিকী, মোর্শেদুজ্জামান রশিদ, তাজউদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, উত্তম কুমার পাল, যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, হাজ্বি খয়রুল বসর চৌধুরী, অধ্যক্ষ তনুজ রায়, টিটু দাশ, বিপুল দেব, হরিপদ দাশ, মোঃ আলমগীর মিয়া, রতœদীপ দাশ রাজু, ফাহিমা আক্তার নিশা, মলয় দাশ, সাংবাদিক সাগর আহমদ প্রমুখ। চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম সপ্তাহব্যাপি খোলা শোক বইতে সূদূর কানাডায় সড়ক দূর্ঘটনায় নিহত মেজর অব. সুরঞ্জন দাশকে শ্রদ্ধা জানিয়ে মন্তব্য ও স্বাক্ষর প্রদান করতে শুভানুধ্যায়ী ও বিশিষ্টজনদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

You might also like