নভেম্বরের মধ্যে ৭ কোটি টিকা পাবে বাংলাদেশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ আগামী নভেম্বরের মধ্যে চীন থেকে আরও সাত কোটি টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন, ‘সারা দেশে করোনার টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে। চীন থেকে সাত কোটি টিকা নভেম্বরের মধ্যে পেয়ে যাব। অন্য জায়গা থেকে টিকা আসছে। টিকার কার্যক্রম চলমান থাকবে। এসব টিকা পৌঁছালে কার্যক্রম আরও বেগবান হবে।’শনিবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।তিনি বলেন, জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। এখন থেকে স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই ভরসা করতে হবে। মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুরো পৃথিবী এখন এই দুর্যোগে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪০ লাখের বেশি মানুষ। তবে, আমাদের দেশে অন্য দেশের তুলনায় করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে আছে বলেও উল্লেখ করেন তিনি।