নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন

নিউজ ডেস্ক
সত্যবাণী

নরসিংদী: জেলার শিবপুরে গতরাতে অজ্ঞাত যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ফরিদপুর জেলার নগরকান্দার তোতা মুন্সীর ছেলে শাহিন হোসেন (২৮), শিবপুরের পালপাড়া এলাকার মো. রুকন উদ্দীনের ছেলে জজ মিয়া (২৩) ও কামারগাঁও এলাকার মো. নজরুল ইসলামের ছেলেঅটোরিকশাচালক নাসির উদ্দীন (২৫)।ইটাখোলা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাতে দুইজন যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলার দিকে যাচ্ছিল। সৈয়দনগরের ফিডার রোড ধরে এগিয়ে আসা অটোরিকশাটি রাত ১২টার দিকে মহাসড়কে উঠতে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত একটি যান অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি মহাসড়কে ছিটকে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালক নাসির উদ্দীনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা ও চালকের মরদেহ উদ্ধার করেন।ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. আবু খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সময় গভীর রাত হওয়ায় কোন ধরণের যান সিএনজিটিকে ধাক্কা দিয়েছে তা কেউ বলতে পারছে না। আমরা ঘটনাস্থল থেকে একজন ও হাসপাতাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠাই। এদিকে নিহতদের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করেছে। অনুমতি পেলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

You might also like