নাইরোবিতে বঙ্গবন্ধু’র ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
নিউজ ডেস্ক
সত্যবাণী
নাইরোবি: কেনিয়ার রাজধানী নাইরোবিতে দিনব্যাপি কর্মসূচী ও যথাযথ মর্যাদায় আজ দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস’ পালন করেছে। সকালে মিশন চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন ভারপ্রাপ্ত হাই কমিশনার সায়েম আহমেদ। মিশনের সব কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন। এরপর ভারপ্রাপ্ত হাই কমিশনার জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দুপুরে স্থানীয় মসজিদে এক বিশেষ দোয়ামাহফিল আরঅপরাহ্নে মিশনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিশনের খোলা চত্বরে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানেউল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি করোনার পরিস্থিতির প্রক্ষিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করেন। জাতির পিতা ও ১৫ আগস্টের কালোরাতে শাহাদাত বরণকারী তাঁর পরিবারের সদস্য ও অন্যান্য ব্যক্তিবর্গের স্মৃতির সম্মানে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর, দিবসটি উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী’র বাণী পাঠ করা হয়। উমুক্ত আলোচনায় বক্তারা জাতির পিতার কর্মময় জীবন ও মহান অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করে বলেন, তাঁর আজন্ম লালিত স্বপ্ন ছিলো ক্ষুধা ও দারিদ্রমুক্ত ‘সোনার বাংলা’ গড়া। আলোচনার একটি আকর্ষণীয় অংশ ছিলো জাতির পিতার মহান জীবন ও কর্মের উপর বাংলাদেশি শিশু-কিশোরদের বক্তৃতা। আগামীর নেতৃত্ব ছোট্ট সোনামণিদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত সবার হৃদয়কে স্পর্শ করে।
সমাপনী বক্তবে ভারপ্রাপ্ত হাই কমিশনার জাতির পিতা আর ১৫ আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, এ মহান নেতা আমাদের একটি মানচিত্র ও পতাকা দেবার জন্যে তাঁর সারা জীবন উৎসর্গ করে গেছেন। জাতির পিতার হত্যার রায় কার্যকর হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে ইতোমধ্যেই একটি মধ্যম আয়ের দেশে আর ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মহামারীর অভিঘাত থেকে উত্তরণ আর বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় স্ব-স্ব অবস্থান থেকে অবদান রাখার জন্যে তিনি আহ্বান জানান।