নাটোরে দুই বাসের সংঘর্ষে নিহত ৭, আহত ১৯
নিউজ ডেস্ক
সত্যবাণী
নাটোর: নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় নিহত হলেন ৭ জন এবং আহত হয়েছে অন্তত ১৯ জন।শনিবার বেলা ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশে গাজী অটোরাইস মিলের সামনে ন্যাশনাল ট্রাভেলস ও সিয়াম ট্রাভেলসের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।নিহতের মধ্যে ঘটনাস্থলেই ৬ জন এবং আমেনা হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস ও নাটোর থেকে ঢাকাগামী সিয়াম পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ নারী ও ৫ পুরুষ যাত্রী নিহত হন।
খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায় ও নিহতদের উদ্ধার করে।ফায়ার সার্ভিস রাজশাহী রেঞ্জের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, আপাতত দুই জনের পরিচয় পাওয়া গেছে। ভাই-বোন সাদিয়া (১২) ও কাউসার (১৮)। তারা সিয়াম পরিবহনের যাত্রী ছিলেন। তাদের মা ওই বাসেই ছিলেন এবং তিনি অক্ষত আছেন।নিহত ভাই-বোন নাটোরের হরিশপুরের পাইকারদোল গ্রামের কাওসার হোসেনের সন্তান।উল্লেখ্য, ন্যাশনাল ট্রাভেলস থেকে ৪ জন পুরুষ ও সিয়াম পরিবহন থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।