“নান্দনিক সংলাপ” ইউটিউব চ্যানেলে বোমা ফাঁটালেন শামীম তালুকদার তিন মাসে বাংলাদেশকে ভিক্ষুক মুক্ত করা সম্ভব
নিউজ ডেস্ক
সত্যবাণী
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে তরুণ সংবাদিকদের মধ্যে চলমান সময়ে শামীম আহমদ তালুকদার রয়েছেন বেশ আলোচনায়। ছাতক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হিসারে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। উপজেলার ১৩ টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে তরুণ রাজনৈতিক কর্মী হিসাবেও রয়েছেন জনপ্রিয়তার তুঙ্গে। তবে এখন থেকে “নান্দনিক সংলাপ” ইউটিউব চ্যানেলেও সক্রিয় রয়েছেন শামীম আহমদ তালুকদার। নিয়মিত দেখা যাচ্ছে ইউটিউবে। ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গঠনে শামীম আহমদ তালুকদারের সঞ্চালনায় হচ্ছে ভার্চ্যুয়াল আলোচনা। গত ১৬ জানুয়ারী অনুষ্টিত ভার্চ্যুয়াল আলোচনায় অংশ গ্রহন করেন ছাতক উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা ও সিলেটস্থ ছাতক সমিতির সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন, বৃটিশ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিষ্টাতা প্রিন্সিপাল এবং ডিজিল্যান্ড এর উদ্যোক্তা তৌহিদুল ইসলাম। বাংলাদেশকে তিন মাসে ভিক্ষুক মুক্ত করা সম্ভব বলে বক্তারা বোমা ফাঁটালেন। তবে ঐ ভার্চ্যুয়াল সভায় সঞ্চালনায় শামীম আহমদ তালুকদারও ঢেলে দেওয়ার চেষ্টা করে আলোচনায় রয়েছেন। জানা যায়, ভিক্ষুক মুক্ত বাংলাদেশ নামে একটি সামাজিক সগঠন গঠনের লক্ষে কাজও শুরু করেছেন। সিলেট শহরের ব্লু-ওযাটার শপিং সেন্টারের ৮ম তলার একটি অফিস কক্ষে এক বৈঠকেও মিলিত হয়েছেন তারা। https://youtu.be/8t3iS2AydDo
এ বিষয়ে শামীম আহমদ তালুকদার বলেন, তিন মাসের মধ্যে বাংলাদেশকে ভিক্ষুক মুক্ত করা সম্ভব। তার জন্য সরকারের কোন বরাদ্দের প্রয়োজন নেই। অসহায় মানুষ যেমন পেটের দায়ে ভিক্ষা করে, তেমনি একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন কায়দা-কানুন করে ভিক্ষাবৃত্তিকে নিজেদের জন্য লাভজনক বৃত্তিতে পরিণত করেছে। ভিক্ষুকেরা মারাত্মকভাবে অপব্যবহৃত হচ্ছে। পরিচালিত হচ্ছে কোটি কোটি টাকার ভিক্ষা-বাণিজ্য। তিনি আরো বলেন, আপাতদৃষ্টিতে কাজটি কঠিন, কিন্তু সবাই মিলে চেষ্টা করলে খুব অসম্ভব কিছু নয়। সরকারের হিসাবমতে দেশে প্রায় দুই লাখ ভিক্ষুক রয়েছে। আমাদের দেশে যাঁরা মুক্ত হস্তে দান-দক্ষিণা করেন ও ভিক্ষা দেন, তাঁরা সচেতন হলেই ভিক্ষাবৃত্তির প্রকোপ অনেকটা হ্রাস করা সম্ভব। সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য লক্ষ্যে আমরা কাজ করছি। আমা করি সফল হবো।