নাম না থাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গিয়েও ফিরে এলেন কর্নেল অলি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) যোগ দিলেও তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি।বুধবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে চারটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে অংশ নিতে আসেন অলি আহমদ।কিন্তু রাজনৈতিক দলগুলোর তালিকায় তার নাম না থাকায় অলি আহমদ প্রবেশ করতে পারেননি।এ বিষয়ে অলি আহমদের ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন রাজ্জাক বলেন, সংলাপে অংশ নিতে উপদেষ্টা আদিলুর রহমান ফোনকল করে মঙ্গলবার (৩ ডিসেম্বর) জানিয়েছিলেন। কিন্তু গেটে নামের তালিকায় নাম না থাকায় অলি আহমদ প্রবেশ করতে পারেননি।

You might also like