নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বহুল আলোচিত ছাদেক কারাগারে

সত্যবাণী
সিলেট অফিসঃ
 আদালতে জামিন নিতে এসে আটক হয়েছেন বহুল আলোচিত সিলেট এমএজি ওসমানী হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী ছাদেক। ৩ মার্চ রোববার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এসে আত্মসমর্থন করে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা ও মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন।
জানা যায়, গত ৯ জানুয়ারি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুষ লেনদেনের সময় নগদ টাকাসহ ২ নার্সকে আটক করা হয়। এ সময় ঘটনার মূল অভিযুক্ত নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী ছাদেক কৌশলে পালিয়ে যান। এ ঘটনার দিন রাতেই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হানিফ কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার) ইসরাইল আলী সাদেককে প্রধান আসামী করা হয়।
মামলার আসামি করা হয় একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. আমিনুল ইসলাম (৪৫) ও সিনিয়র স্টাফ নার্স সুমন চন্দ্র দেব (৪১) কে। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন ছাদেক।
এ মামলায় ইসরাইল আলী ছাদেক গত ২৩ জানুয়ারি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। রোববার তিনি নিম্ন আদালতে জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

You might also like