নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সেই আইনজীবী, রায় সোমবার
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আদালত নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।রোববার (১১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য আগামী সোমবার (১২ অক্টোবর) দিন ধার্য করেন।
আদালতে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন,ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।গত ২৭ সেপ্টেম্বর বিষয়টি আদালতের নজরে আনার পর রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ তাকে তলব করেন।একইসঙ্গে তাকে দুই সপ্তাহের জন্য আইনপেশা থেকে বরখাস্ত করা হয়েছে।এছাড়া তার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক এবং আপত্তির স্ট্যাটাস অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছিল।