নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টুয়েন্টি জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী অভিনন্দন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টানা দ্বিতীয় টি-২০ ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডের সংগে ৪ রানে জয়লাভ করে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।এরআগে প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে দিয়ে বাংলাদেশ ৭ উইকেটে জয়লাভ করে।এক অভিনন্দন বার্তায় ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ এবং দলের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান।সিরিজের বাকী দিনটি ম্যাচ আগামী ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

You might also like